ফেনীর ফতেহপুর এলাকায় ৬ মার্চ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশী আমদানী নিষিদ্ধ হুইস্কিসহ (মদ) মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক মাদক ব্যবসায়ী ফতেহপুর স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন মামুন স্টোরের সামনে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাবের একটি দল স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের উপর উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা মো. আরিফ হোসেন (২০), পিতা মো. হানিফ, সাং উত্তর সোনাইছা, চৌদ্দগ্রাম, কুমিল্লা’কে আটক করে। আটককৃত ব্যক্তির নিকট সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর হইতে ৩৮ বোতল বিদেশী আমদানী নিষিদ্ধ হুইস্কি (মদ) উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, সুকৌশলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে এনে ফেনী শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্র্যের আনুমানিক মূল্য ১৯ হাজার টাকা।
আটককৃত আসামী ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি