ফেনীর ভারতীয় সীমান্তবর্তী উপজেলা পরশুরামের বাউর পাথর এলাকা থেকে প্রায় ১ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) সকালে বারগুলো উদ্ধার করা হয়।
ফেনীস্থ (৪ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান জানায়, পরশুরাম বিওপি’র নায়েক সুবেদার মো. হাসিবুর রহমানের নেতৃত্বে ৩ জনের একটি নিয়মিত টহল দল কর্তৃক সীমান্ত পিলার-২১৬২/৮ হতে ২০গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর পরশুরাম উপজেলার বাউর পাথর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ৯টি স্বর্ণের বার (৯৬৬.৪৮ গ্রাম) আটক করতে সক্ষম হয়। আটককৃত স্বর্ণেরমূল্য ৪৬ লাখ ৮১ হাজার ৫শ টাকা।
তিনি আরো জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় টহল দল ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি