আজ

  • মঙ্গলবার
  • ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ঐতিহাসিক মিজান ময়দান থেকে আনন্দ মিছিলটি বের হয়ে টাংরু দোয়েল চত্বর সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান রোডে এসে শেষ হয়।

    মিছিল পূর্ব সমাবেশে নবগঠিত কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন জসিম, নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন। এসময় যুবদল নেতা নিজাম উদ্দিন হুদন সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

    এ সময় জেলা যুবদলের অধীনস্থ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    এরআগে, ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ৫ সদস্যের একটি আংশিক কমিটির অনুমোদন দেন। সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    কমিটিতে নাসির উদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্যাহ চৌধুরী বরাতকে সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও সালাহ উদ্দিন মামুন করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090