আজ

  • সোমবার
  • ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুটিরহাটে জোড়াতালি ক্রীড়া সংঘের ফুটবল টুর্নামেন্টের ড্র

  • ক্রীড়া প্রতিবেদক
  • ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী জোড়াতালি ক্রীড়া সংঘ কুটিরহাট আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ড্র ও প্রেস কনফারেন্স সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

    সংগঠনের সভাপতি জিয়াউল হক টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আবদুল কাদেরের সঞ্চালনায় কুটিরহাট দক্ষিণ বাজার সংলগ্ন মাঠে বাদ আসর মিলাদ ও দোয়ার মাধ্যমে ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ড্র পরিচালনা করেন বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল।

    এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার হোসেন মোহাম্মদ আলমগীর, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউল হক টিপু, জোড়াতালি ক্রীড়া সংঘের উপদেষ্টা জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. ইউনুস, ইউপি সদস্য আলমগীর হোসেন ভূইয়া, ইব্রাহিম রুবেল, আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর, সংগঠনের উপদেষ্টা মো. ইউনুস, মেডিকেল টিমের প্রধান সন্ময়ক ডা. ইসমাইল হোসেন ভুলু, ক্রীড়া সংগঠক উত্তম কুমার, বগাদানা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর আলম মিয়াজী, চর মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভ প্রমুখ।

    খেলার মাঠ পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন ভূইয়া বলেন, প্রতি বছরের মতো চলতি বছর ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলার মাঠে পর্যাপ্ত ও মাঠের বাহিরে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেনা। শৃঙ্খলা থাকার কারণে জেলা ও জেলার বাইরে থেকে ৩০টি দল অংশ নিচ্ছে। এছাড়া খেলতে গিয়ে খেলোয়াড় আহত হলে চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারী উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090