ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত নেতাকর্মীদের উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের দ্বিতীয় দফা হামলায় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আহত হন।
ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে আহ্বায়ক শেখ ফরিদ বাহার এই ঘৃন্য ও নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি