রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী ধর্ষনের ঘটনায় ফেনীতে মানববন্ধন অবস্থান কর্মসূচী ও মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্র সমাজ।
সোমবার শহরের ট্রাংক রোড় শহীদ মিনারে বিক্ষোভ প্রদর্শন করে ফেনীর সাধারণ ছাত্রসমাজ ও সচেতন মহল। সন্ধ্যায় শহরের শহীদ মিনার প্রাঙ্গনে সচেতন শিক্ষার্থীবৃন্দ ও আমরা ফেনীবাসীর ব্যানারে মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
কর্সসূচীর সমন্বয়ক আমের মক্কী বলেন, ধর্ষকদের এ বাংলার মাটিতে যায়গা নেই, ধর্ষনের একমাত্র বিচার ফাঁসি। ফাঁসি ছাড়া কোন বিকল্প। এসময় তারা ‘একাত্তরে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে শ্লোগান দিয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক রিমন, রায়হান ও পারভেজ, আমিরসহ শতাধিক স্বেচ্ছাসেবক। এদিকে বিকেলে শহরের ট্রাংক রোড় জিরো পয়েন্টে সচেতন সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আরো একটি মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।