আজ

  • সোমবার
  • ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত

  • ছাগলনাইয়া প্রতিনিধি
  • ফেনীর ছাগলনাইয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম রাকিব (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল রবিবার (৫ জানুয়ারী) উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার (৬ জানুয়ারী) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ রিয়াজ (১৩) নামে এক কিশোরকে আটক করেছে। তারা দুজন সহপাঠী ছিল।

    পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে আশরাফুল ইসলাম রাকিবের মাথায় ব্যাট দিয়ে রিয়াজ আঘাত করে। আঘাতের ফলে রাকিব সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ সোমবার সকালে চিকিৎসাধীন রাকিবের মৃত্যু হয়।

    ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় আজ সকালে পাঠাননগর ইউনিয়ননের বাথানিয়ায় নানা বাড়ি থেকে রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090