ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের পাল বাড়িতে বুধবার গভীর ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মানিক পালের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
পরিবার সূত্র জানান, গভীর রাতে অজ্ঞাত উৎস থেকে আধা পাকা বসত ঘরে আগুন লেগে পুরা ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ঘরের যাবতীয় আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার। এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার টের পেয়ে প্রাণে বেঁচে যায় ঘুমে থাকা ৯ ব্যক্তি। পুরো পরিবার সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে দীর্ঘ প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো ঘরের সবকিছু ছাই হয়ে যায়। আগুনের বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দাগনভূঞা জোনাল অফিস ও নয়ানপুর অভিযোগ কেন্দ্রে বার বার ফোন দিয়েও তারা ঘটনা স্থলে আসেনি।
সম্পাদনা : এএএম/এপি/এটি