ফেনীর প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজুমদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
অবিভক্ত ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদারের মৃত্যুতে আজ এক শোকবার্তায় ইয়থ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনীর সভাপতি শাহজালাল ভূঞা, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল-মামুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তারা, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তারা বলেন, ফেনীতে সাংবাদিকতার বাতিঘর খ্যাত এই কৃতি সন্তানের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজুমদার আজ রাত ৮টা ৩৫ মিনিটে ফেনী জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। মুত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সাংবাদিক নুরুল করিম মজুমদারের জানাযা নামাজ সোমবার সকাল ১০টায় পূর্ব উকিল পাড়া নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি