ফেনীর ১০০’র বেশী সামাজিক সংগঠন সমূহের সম্মিলিত প্ল্যাটফর্ম ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের ঈদ পুনর্মিলনী ফেনী শহরের নবাবী ফুড লাভার্স রেস্টুরেন্টে ১৫০ জন স্বেচ্ছাসেবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
নিশাদ আদনানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, জৈষ্ঠ সাংবাদিক ও সংগঠক আসাদুজ্জামান দারা, সংগঠক শরিফুল ইসলাম অপু, আরাফাতুল মিল্লাত দিপুল।
স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে শুভেচ্ছা বিনিময় করেন ওসমান গণি রাসেল, নুর নবী হাসান, খোন্দকার সুমন, কাজী আফতাব, রিংকু ভূঁইয়া, জহিরুল পিয়াস, আব্দুল্লাহ ফারুক জাহাঙ্গীর সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রপ্রতিনিধি স্বেচ্ছাসেবক আব্দুল কাইয়ুম সোহাগ ও মুহাইমিন তাজিম।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি