ফেনীর সোনাগাজীতে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে কমেন্ট করায় নূরুল আফছার (২৬) নামে এক ব্যাংক কর্মচারীকে আটক করে সোমবার রাতে পুলিশে দিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন।
আটককৃত নূরুল আফছার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের পন্ডিতবাড়ির সিরাজুল হকের ছেলে এবং জনতা ব্যাংক বখতারমুন্সি শাখার অফিস সহায়ক (পিয়ন)।
পুলিশ জানান, গত ২৬ মার্চ ইমন যুক্তরাজ্য বিএনপি নামে একটি ফেসবুক পেইজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেয়া হয়। স্ট্যাটাসে লেখা হয় অবশেষে জামাই বাবু এলো। ওই স্ট্যাটাসে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আরেকটি ছবি বিকৃত করে নূরুল আফছার তার ব্যবহৃত ফেসবুক আইডি নূরুল আফছার থেকে কমেন্ট করেন বাসর কবে হলো।
বিষয়টি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেনের নজরে এলে সোমবার রাত আটটার দিকে তাকে সোনাগাজী মডেল থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ফারুক হোসেন নিজেই বাদি হয়ে নূরুল আফছারকে আসামি করে সোনাগাজী মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি