করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন।
সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে জনসচেতনতা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ছাগলনাইয়া বাজারে লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া তাহের।
এ সময় মাস্ক পরিধান না করায় ও নিত্য প্রয়োজনীয় দোকানে সরকারের দেওয়া নির্দেশনা না মানায় ১০ ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে ৭ হাজার ১শত টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি