ফেনীর ছাগলনাইয়ায় পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে রাধানগর ইউনিয়নের উত্তর আধারমানিক গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ঘরের পাশে খেলাধুলা করেছিল জান্নাতুল আয়েশা নিথি (২)। অনেকক্ষণ ধরে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। একপর্যায়ে পাশের পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নিথি উত্তর আধারমানিক গ্রামের মুদি ব্যবসায়ী মো. মামুনের মেয়ে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান জানান, ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি