আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১১৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পরশুরামের সামাজিক সংগঠন রাহবার

  • নিজস্ব প্রতিনিধি
  • ১১৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পরশুরামের সামাজিক সংগঠন রাহবার। ৪ মার্চ শনিবার সকালে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অরাজনৈতিক সামাজিক সংগঠন রাহবার-এর উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আহমদ ও দপ্তর সম্পাদক আবদুল কাদির মজুমদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী কুমিল্লা’র সাবেক পরিচালক মোহাম্মদ আবদুল কাদের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রয়েল প্লাস এক্সপ্রো লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর ও রাহবারের উপদেষ্টা কে এম আবু তাহের মিল্লাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী যথাক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন ও অ্যাডভকেট মীর মোশাররফ হোসেন বাদল, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার খায়রুল বাশার হারুন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও রাহবারের উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম মজুমদার, সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইব্রাহীম মজুমদার, দারুল আমান কমপ্লেক্সের সম্মানিত পরিচালক তোফায়েল আলম বাবর, শালধর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলাম মজুমদার, পরশুরাম আইডিয়াল স্কুলের পরিচালক মুহাম্মদ ফারুক, পরশুরাম কবি সামছুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খুরশিদ আলম, রাহবারের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম আসিফ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন- রাহবারের এই কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাহায্য করবে। সমাজে মানবসেবার পাশাপাশি শিক্ষামূলক কর্মসূচি গ্রহণের জন্য তারা রাহবারকে উৎসাহিত করেন। শিক্ষার্থীদের কল্যাণে রাহবার সবসময় কাজ করে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন থেকে রাহবারের সামাজিক, শিক্ষামূলক ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করেন।

    উল্লেখ্য, ২০২২ সালের ২২ অক্টোবর পরশুরামে দুইটি কেন্দ্রে হাজারখানেক শিক্ষার্থীর অংশগ্রহণে ঈদে মিলাদুন্নাবী উপলক্ষ্যে রাহবারের এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে মোট ১১৮ জন শিক্ষার্থী বিজয় লাভ করেছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090