ব্র্যাক ব্যাংক ফেনী শাখায় বুধবার বিকাল ৪ টায় রেমিটেন্স গ্রাহক সেবা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চট্রগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ সালাউদ্দিন হাজারী।
ফেনীর শাখা ব্যবস্থাপক কানু চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টেরিটরি ম্যানেজার মো. জিয়াউর হক, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নুরুজ্জামান। বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. এনায়েত উল্যাহ, সোনাগাজী শাখা ব্যবস্থাপক মো.শরিফুল ইসলাম, চৌমুহনীর শাখা ব্যবস্থাপক খোন্দকার শাহেন শাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সমাবেশে বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিতি ছিলেন।
সভায় জানানো হয়- ২০১৯ সালে ফেনী শাখা ২৮ কোটি টাকা রেমিটেন্স পাঠায় গ্রাহকরা। চলতি বছরের ২ মাসে ৩ কোটি টাকা রেমিটেন্স আসে।
অনুষ্ঠানে করোনাভাইরাস সচেতনতায় গ্রাহকদের মাঝে লিফলেট বিতরন করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি