আজ

  • মঙ্গলবার
  • ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে মাদক সেবনের অপরাধে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীতে মাদক সেবনের অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার শহীদ মিনার এলাকায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, ফেনী সদর উপজেলার শহীদ মিনার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অপরাধে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো- সোনাগাজীর সিরাতুন্নবী ওমর ও বাগেরহাট শুক্কুর তালুকদারকে গাঁজা সেবনের অপরাধে ৩ মাসের করে কারাদন্ড এবং ১শ টাকা করে জরিমানা করা হয়। লক্ষীপুরের রামগতির জমির আলী, ফেনীর দক্ষিণ বিরিঞ্চির আবু তাহের ও পাঁচগাছিয়ার তাজুল ইসলামকে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ১ মাস করে কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানা করা হয়।

    ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী জেলা শাখার সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, পরিদর্শক অমর কুমার সেন এবং অন্যান্য সদস্যরা।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090