ছাগলনাইয়ায় জয়পুরে অভিযান সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সরোজিনী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত উক্ত পুরস্কার বিতরণ করা হয়।
অভিযান সংসদের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় ও দ্বীণ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহম্মদ। প্রধান আলোচক ছিলেন ফেনী সিটি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য আকতার হোসেন স্বপন, ছাগলনাইয়া সরকারী কলেজের প্রভাষক ছায়েদুল হক, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ফেনী প্রেস ক্লাবের সভাপতি, ডিবিসি নিউজ ও অবজারভার প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, কবি গিয়াস উদ্দিন রূপম প্রমুখ।
উল্লেখ্য, অভিযান সংসদের উদ্যোগে প্রতিযোগিতায় ঊত্তীর্ণ ১৫টি স্কুলের ৪০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি