আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আশরাফুল পরশুরামে আসছেন শনিবার

  • পরশুরাম প্রতিনিধি
  • ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

    শনিবার (৭ মার্চ) উপজেলার সলিয়া একতা সংঘের ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সর্ব কনিষ্ঠ এ টেস্ট সেঞ্চুরিয়ানের।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারিত এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন স্বয়ং আশরাফুল নিজেই। বার্তায় তিনি মাঠে উপস্থিত থেকে দর্শকদের অনুষ্ঠান উপভোগের আমন্ত্রণ জানান।

    আয়োজক সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার ৮টি দল নিয়ে টি-১০ পদ্ধতিতে আয়োজন করা হয়েছে এ টুর্নামেন্টের। ওইদিন বিকাল ৩টায় ফাইনালে সলিয়া একাদশের মুখোমুখি হবে অনন্তপুর একাদশ।

    খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

    সলিয়া একতা সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূর রহমান মুরাদ বলেন, তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা এবং স্থানীয় ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যেই আমরা মোহাম্মদ আশরাফুলকে পরশুরাম আনার সিদ্ধান্ত নিয়েছি।

    তিনি বলেন, আয়োজন সফল করতে উপজেলা প্রশাসন, পৌরসভাসহ উপজেলা ক্রিড়া সংস্থা সহযোগিতা করে যাচ্ছে।

    উপজেলার সকল ক্রিকেটপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা ও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব সভাপতি।

    ফেনী ট্রিবিউন/এএএম/অভি


    error: Content is protected !! please contact me 01718066090