রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন ফেনীর কৃতি সন্তান অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত এই সরকারি কলেজ শিক্ষককে ঢাকা কলেজের অধ্যক্ষ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
সেলিম উল্লাহ খোন্দকার ফেনী সদরের কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরের বাসিন্দা। তিনি সদ্য প্রয়াত জেএসডি নেতা ও ফেনী সমিতি ঢাকার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়া খোন্দকার ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে ও ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ খোন্দকারের ভাই।
এর আগে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন অধ্যাপক সেলিম খোন্দকার।
এ ব্যাপারে আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস করেছেন। আমি আগে কবি নজরুল কলেজে অধ্যক্ষ্যের দায়িত্ব পালন করলেও ঢাকা কলেজ নিয়ে আমাকে ভিন্নভাবে ভাবতে হবে। আমি কর্তৃপক্ষের বিশ্বাস ধরে রাখার চেষ্টা করবো।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি