জাসদ (ইনু) সাধারণ সম্পাদক ও নারী নেত্রী শিরীন আখতার এমপি তাঁর নির্বাচনী এলাকা ফেনী-১ এর ছাগলনাইয়া উপজেলার আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের দ্বিতীয় মেয়াদের জন্য গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন।
জেলার সর্ববৃহৎ এই বেসরকারী বিশ্ববিদ্যালয় কলেজটিতে এইচএসসি, ডিগ্রী, ৮ বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রীসহ সর্বমোট প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
শিরীন আখতার এমপির গতিশীল নেতৃত্বে ইতিমধ্যে এ কলেজটিতে লেখাপড়ার মান উন্নয়ন ছাড়াও কলেজটির সার্বিক অবকাঠামোর যথেষ্ট উন্নয়ন হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি