শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘বীর’ মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসে। একটি ছবি মুক্তির আগে দরকার সেন্সর ছাড়পত্র। মঙ্গলবার কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।
‘বীর’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন শাকিব খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। এটি নির্মাণ করেছেন কাজী হায়াত। এটি তার পরিচালিত ৫০তম ছবি।
ছবিটি মুক্তির ব্যাপারে শাকিব খান বলেন, ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে, মুক্তিতে আর বাঁধা থাকলো না। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষ্যে দেশের শতাধিক হলে মুক্তি পাবে ছবিটি।
শাকিব খান জানান, শিগগিরই বীর’ ছবির প্রচারণার অংশ হিসাবে গান, ট্রেলার প্রকাশ করা হবে। এগুলো এসকে ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবেন।
গত বছরের ১২ ডিসেম্বর ‘বীর’ ছবিতে শাকিব খানের লুক প্রকাশ হয়। যা ভক্ত থেকে শুরু করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেকের কাছেই প্রশংসিত হয়েছে।
‘বীর’ শাকিব-কাজী হায়াত জুটির প্রথম ছবি হওয়ায় নির্মাণের শুরু থেকে আলোচনায় ছিল। এ ছবিতে শাকিব খান ও বুবলি ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদসহ অনেকে।
ফেনী ট্রিবিউন/এনএ/এএএম