মুজিব জন্মশত বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফেনী জেলা পর্যায়ের খেলায় জয়ের সূচনা করেছে শাহীন একাডেমী স্কুল ক্রিকেট দল। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় স্কুল দলকে ৭ উইকেটে হারিয়েছে শাহীন একাডেমী।
সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভোরের বাজার উচ্চ বিদ্যালয়ের অধিনায়ক শেখ কাইয়ুম। শাহীন একাডেমীর বোলারদের তোপের মুখে পড়ে দলীয় ১৫ রানের মাথায় টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় তারা। ২৪.৩ ওভারে সব কয়টি হারিয়ে ৯৫ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে অধিনায়ক শেখ কাইয়ুম ৫৭ বল খেলে ৩৩ রান করে। শাহীন একাডেমীর বোলার আবদুল্লাহ ৮ ওভার বল করে ২৪ রান দিয়ে ৫ উইকেট, কায়সার হোসেন ৩ ও আতিকুর রহমান ২ উইকেট লাভ করে।
জয়ের জন্য ৯৬ রান তাড়া করতে নেমে তেমন বেগ পেতে হয়নি শাহীন একাডেমীর ব্যাটসম্যানদের। ৩ উইকেট হারিয়ে ১২.১ ওভারেই বিজয় নিশ্চিত করে ব্যাটসম্যানরা। দলের পক্ষে ওপেনিং ব্যাটসম্যান ইনতিসার ২০ বলে সর্বোচ্চ ২৫ ও মুকতাদির ভূঞা ২০ বলে ২৪ রান করে। ভোর বাজারের বোলার আবদুল্লাহ ও তারেক মনোয়ার প্রত্যেকে ১ উইকেট লাভ করে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি