আজ

  • মঙ্গলবার
  • ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বগাদানায় ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি : ৩ জনকে পিটিয়ে জখম

  • নিজস্ব প্রতিবেদক
  • ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বেলাল হোসেনের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ইউপি সদস্যসহ তিন জনকে পিটিয়ে জখম করা হয়েছে।

    ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়, বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের ইউপি সদস্য মো. বেলাল হোসেনের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ১৫-২০ জনের ডাকাত দল বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আলমিরার চাবি নিয়ে নগদ টাকা, ৮টি মোবাইল ফোন, প্রায় ৮ ভরি স্বর্ণসহ মুল্যবান জিনিস নিয়ে যায়। ডাকাতদের বাঁধা দিলে ইউপি সদস্য বেলাল হোসেন, তার মা রহিমা বেগম ও ছোট ভাই প্রবাসী মো. হানিফকে মারধর করে আহত করে।

    ডাকাতের হামলায় শোর চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে আওয়াজ দিলে ডাকাতরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ফেলে যায় একজোড়া জুতো ও তোয়ালে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরির্দশন করেন। বুধবার সকালে সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইকুল আহাম্মদ ঘটনাস্থল পরির্দশন করেছেন।

    সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন আহমেদ বলেন, ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090