দাগনভূঞা উপজেলা ৮নং জায়লস্কর ইউনিয়নে ২৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে এনায়েতপুর ও পূর্ব রামচন্দ্রপুর সড়ক ফেনী ছোট নদীর সংযোগ খালের উপর ৩০ ফুট দৈর্ঘ্য নব নিমিত সেতুটি মঙ্গলবার শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক।
সেতুটি বাস্তবায়ন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি