ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর খুশিপুর গ্রামের শাহজাহান দারোগার ছোট ভাই, খুশিপুর বিকস্ ফিল্ড সংলগ্ন দোকানদার মো. জসিম উদ্দিন (৫২) মঙ্গলবার রাত নয়টার স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
আগামীকাল বুধবার সকাল ১১টায় তার নিজ বাড়ির দরজায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ বহুগুণগ্রাহী রেখে যান।
মো. জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল ফেনী ট্রিবিউন এডিটর আবদুল্লাহ আল-মামুন ও সিলোনীয়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. আরিফুর রহমান। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি