আজ

  • বুধবার
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলগাজীর সেই ধর্ষক গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর ফুলগাজীতে আবু বক্কর সিদ্দিক ওরফে সোহাগ নামের ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানার পুলিশ। রবিবার (৫ জানুয়ারী) ভোরে উপজেলার ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত মনির আহম্মদ ভূঞার ছেলে।

    ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আতোয়ার রহমান জানান, অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে ছাগলনাইয়া ভারতীয় সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় পর থেকে সে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। দুপুর ২টার দিকে তাকে আদালতে আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যাতি পালের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণের কথা রয়েছে।

    উল্লেখ্য, গত শনিবার সকালে বাড়ি থেকে কোচিং পড়তে বিদ্যালয় যাওয়ার পথে গলায় ছুরি ঠেকিয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090