আজ

  • শনিবার
  • ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিব জন্মশত বর্ষ উদযাপনে ফেনীতে সুইড কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা

  • নিজস্ব প্রতিনিধি
  • মুজিব জন্মশত বর্ষ উদযাপন ও করোনাকালীণ করণীয় নিয়ে সুইড কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের কামাল হাসান চৌধুরী মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সুইড ফেনী শাখার সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন ছুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি সুইড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক তাহের ও বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী শাহেনশাহ বেগম।

    সুইড ফেনী শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, মহাসচিব ডা. অজন্তা রাণী সাহা, যুগ্ম-মহাসচিব মো. মাহবুবুল মনির, সুইড শেরে বাংলা নগর শাখার নির্বাহী সচিব লাবণ্য আহমেদ, সুইড কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. মন্দ্রির সাহা রায়, সুইড ফেনী শাখার সচিব এডভোকেট সমির চন্দ্র কর ও ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া প্রমুখ।

    অনুষ্ঠানে সুইড ফেনী শাখার সহ-সভাপতি কাজী জামাল উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া ফারুক, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সুইড ফেনী শাখার কর্মকর্তা ফারুক মৃদা, গোলাম হায়দার ও শিবলুসহ সুইডের আজীবন সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090