ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া বাজারে উদ্বোধন হতে যাচ্ছে “আরিশা ট্রেড ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল”।
আজ শুক্রবার ৪ আগস্ট বাদ মাগরিব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন মামুন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরিশা ট্রেড ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল ও স্বজন ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল হজ্ব এজেন্ট (সরকার অনুমোদিত হজ্ব লাইসেন্স নং-১১৭৯) এর পরিচালক মো. ইসমাইল হোসেন চৌধুরী স্বপন জানান, এখানে সৌদি, আবুধাবী, কাতার, কুয়েত, ওমানসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং, পাসপোর্ট ও টিকেট এবং হজ্ব-ওমরার প্রসেসিং এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে অতি যত্ন সহকারে হজ্ব ও ওমরা করানো হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি