আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ছাত্র বিক্ষোভে শিবির ধর ধর বলে ছাত্রলীগের হামলা

  • নিজস্ব প্রতিনিধি
  • নিরাপদ সড়ক দাবীতে সারাদেশের মত ফেনী শহরেও শত শত শিক্ষার্থী শনিবার সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় ছাত্রলীগের হামলা-মারধরের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। শিবির ধর ধর বলে তারা এ হামলা চালায়।
    পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্ররা বিক্ষোভ করতে ঝড়ো হতে থাকলে ছাত্রলীগ নেতাকর্মীরা বাঁধা দেয়। এসময় মিছিলে শিবির ধর ধর বলে অনেক ছাত্রকে মারধর করতে দেখা গেছে। মারধরের কারণে কিছু ছাত্র এদিক সেদিক ছুটলেও বিক্ষোভ মিছিল চলতে থাকে। সাধারন শিক্ষার্থীরা পিছু হটে কলেজ রোডে এসে ফের সংগঠিত হয়ে মিজান রোড হয়ে ট্রাংক রোডে অবস্থান নেয়। এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী সড়কে যানবাহন ও চালকের লাইসেন্স চেক করে। মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের অনুরোধ জানায়। এর আগে সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, ফেনী সরকারি কলেজ গেইট, শহীদ মার্কেট, ইসলামপুর রোডের মাথায় ছাত্রলীগের অবস্থান করতে দেখা গেছে। এসব স্থানে ছাত্ররা ঝড়ো হতে থাকলে তাদের ছড় থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়।


    এদিকে বিক্ষোভ মিছিলে শিবির ধর ধর বলে ছাত্রলীগের হামলা-মারধরের ঘটনায় অন্তত ২০ জন ছাত্র আহত হয়েছে। মারাতœক আহত হয় সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি ও এডভোকেট নাসির উদ্দিনের ছেলে মাহি বিন নাসির। সে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পরে সাংবাদিকসহ উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    বিক্ষোভ মিছিলে আসা শিক্ষার্থী সাইফুল ইসলাম জানান, আমরা কোন উস্কানী দিই নাই, অশ্লীল ব্যবহার করি নাই। তারপরও আমরা ছাত্রলীগের হাতে মার খেয়েছি। হামলার স্বীকার হয়েছি।

    মুজিবুর রহমান নামে এক শিক্ষার্থী জানায়, হামলার স্বীকার হয়েও আমরা রাস্তাও ছাড়ি নাই। আমাদের আন্দোলন সফল। ছাত্রলীগ যাদের আটকে করেছে তাদের মুক্তি চাই। যারা হামলার স্বীকার হয়েছে তাদের সুস্থ্যতা কামনা করি।

    ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, বিক্ষোভ মিছিল করেছে ছাত্ররা। ওখান থেকে কাউকে আটক করা হয়নি।

    সম্পাদনা : এএএম/এসকে


    error: Content is protected !! please contact me 01718066090