আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে করোনা সন্দেহে ৭ ব্যক্তির নমুনা সংগ্রহ

  • নিজস্ব প্রতিনিধি
  • করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব রোধকল্পে ফেনীতে হোম কোয়ারেন্টিনে রাখা ৯৪৪ জন প্রবাসী ছাড়পত্র পেয়েছেন। ‘সঙ্গরোধে’ থাকাকালীন তাদের কারো মধ্যে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা না যাওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার (৪ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্যানুযায়ী এসব জানা গেছে।

    সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফেনীতে আরও ২১জন প্রবাসীকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এ নিয়ে কোয়ারেন্টিনে থাকা মোট প্রবাসীর সংখ্যা দাঁড়ালো ১১১১জনে। তাদের সাথে পরিবারের সদস্যরাও হোম কোয়ারেন্টিনে রয়েছেন। গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ৩২জন প্রবাসীকে। যাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে তাদেরকে মৌখিক ছাড়পত্র দিয়ে পর্যবেক্ষনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

    এদিকে ফেনীতে করোনাভাইরাস সংক্রমণ নিরূপণে ৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীরা ফেনীর চারটি উপজেলার বাসিন্দা। তারা জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

    শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। ওই ৭ ব্যাক্তির পরিবারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি/এমএ


    error: Content is protected !! please contact me 01718066090