বিশ্ববিখ্যাত কার-বাস এসি প্রস্তুতকারক কেবি অটো টেকের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন দেশের স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান স্টারলাইন গ্রুপ। গতকাল বিকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ স্টার লাইন কমপ্লেক্সে কেবি অটো টেকের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (আন্তর্জাতিক মার্কেটিং) সান উন লি ও স্টার লাইন গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক জামাল উদ্দিন।
এ সময় স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, কেবি অটো টেকের ম্যানেজার (বাংলাদেশ) জুন হো উন, করিম মোটরস এর সত্ত্বাধিকারী ফজলুল করিম মামুন, ইষ্টার্ন মোটরস এর সত্ত্বাধিকারী তাজুল ইসলাম ভূঞা। পরে কেবি অটো টেকের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।
জানা গেছে, কেবি অটো টেক বাংলাদেশের সোল্ড ডিস্ট্রিবিউটর হিসেবে স্টারলাইন গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী স্টার লাইন গ্রুপ কেবি অটো টেক এসি বাংলাদেশের পরিবেশক ও বিক্রয়ত্ব সেবা প্রদান করিবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি