ফেনী জেলা ফুটবল এসোসিশেন নির্বাচনে একক প্যানেল মনোনয়ন পত্র জমা দিয়েছে। মঙ্গলবার বিকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. শফিউল্যাহ’র কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন মামুনুর রশীদ মিলন, সহ-সভাপতি প্রার্থী হয়েছেন যথাক্রমে নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও কেবিএম জাহাঙ্গীর আলম। কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বিপ্লব, এছাড়া সদস্যরা হলেন- আমির হোসেন বাহার, শুসেন চন্দ্র শীল, আবদুল মোতালেব, হারুন অর রশিদ মজুমদার, তৌহিদুল ইসলাম তুহিন, আবছারুল হাই উজ্জ্বল, মহিনুর জাহান লাবনী, জাহাঙ্গীর আলম, খাদিজা খানম রুনা।
তফসিল অনুযায়ী ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপত্তি দাখিল ও শুনানী, ৮ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ১০ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন বিকাল ৪টায় ভোট গণনার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
এ সময় সহকারী নির্বাচন কমিশনার ছিলেন গোলাম হায়দার মজুমদার ও মাস্টার পারভেজ হোসেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি