ফেনীতে মাদক বিরোধী অভিযানে ৭ মাদক কারবারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজজামান।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজজামান জানান, সোমবার রাতে ও মঙ্গলবার শহরের রেল স্টেশন মাস্টার পাড়া পুরাতন জেল রোড শহীদ মিনার ট্রাংক রোডসহ আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় ফিরোজপুর জেলার হোসেন আলীর ছেলে বেলায়েত হোসেন (৫২), ফেনী সদর উপজেলার ফতেহপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আকরাম হোসেন (২১), রংপুর জেলার আকরাম আলীর ছেলে বাবুল মিয়া (৪০), ময়মনসিংহ জেলার আনিসুল হকের ছেলে মোস্তাকিম আলম (২৩), শান্তি কোম্পানী রোডের আলমগীর হোসেনের ছেলে আমির হোসেন (২৪), সদর উপজেলার দৌলতপর গ্রামের সফি উল্যার ছেলে আজিম মিয়াজী (২৫), ট্রাংক রোডের আবদুল গফুরের ছেলে রহিম শিকদারকে গাঁজাসহ আটক করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজজামান বেলায়েত হোসেনকে ৩ মাস ও অন্য আসামী প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড প্রদান করেন।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরির্দশক অমর কুমার সেন, উপ-পরির্দশক শাহীন শওকত, তাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি