ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনিয়া মুন্সিরখিল পজির উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য ব্যক্তিত্ব নরনিয়া মুন্সিরখিল পজির উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম মহিম। বক্তব্য রাখেন নরনিয়া মুন্সিরখিল পজির উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন মজুমদার, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াছিন।
সভায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কাউন্ট-ডাউনসহ পরিকল্পনা বাস্তবায়ন, সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা এবং মাদক, সন্ত্রাস, নাশকতা, গুজব, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি