এক টুকরো আকাশের মালিকানা চাই
শুধু একটুকরো আকাশের মালিকানা,
যেখানে রোদ থাকবে, বৃষ্টি থাকবে
শুভ্র মেঘ উড়ে উড়ে যাবে মহাকাশের ওপারে।
নীল সমুদ্রের উপরে মেঘের সামিয়ানা
তুমি-আমি বানাবো ভালোবাসার ঠিকানা,
ছোট্ট একটা ঘর, নেই কোন কোলাহল
পাশাপাশি দুটি নির্মল প্রশান্ত হৃদয়।
এক টুকরো আকাশের মালিকানা চাই যেখানে
নেই হরতাল-ধর্মঘট, গোলা-বারুদ রাজনীতি
হত্যা-ধর্ষণ, ঘুষ-ছিনতাই, দুর্নীতি-রাহজানি
আছে শুধু ভালোবাসার ছড়াছড়ি উড়াউড়ি।