ফেনীর পরশুরামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর রবিবার পৌর শহরের শেখ কামাল অডিটোরিয়ামে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডা. মো. আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন, ডা. মো. নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, পরিবার পরিকল্পনা ফেনীর উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ হাছিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার পাপিয়া।
বক্তারা- স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণের লক্ষ্যে ইউনিয়ন, ওয়ার্ডে দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাদের যতœবান হওয়ার আহবান জানান।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি