আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাগনভূঞা হায়দার ম্যানশনের মালিক আইয়ুব আলীর দাফন সম্পন্ন

  • দাগনভূঞা প্রতিনিধি
  • দাগনভূঞা উপজেলা পরিষদ সংলগ্ন আমান উল্ল্যাহপুরস্থ হায়দার ম্যানশানের মালিক মো. আইয়ুব আলী (৭০) এর দাফন তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
    বুধবার সকাল ১০টায় দাগনভূঞা আশ্রাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পূর্ব বক্তব্য রাখেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, বিশিষ্ট সমাজসেবক একেএম সামছুদ্দিন, নুর নবী দুলাল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহাম্মদ, আশ্রাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ইউসুফ কাশেমী, মরহুমের বড় ছেলে মঞ্জুর আলী।


    একইদিন সকাল ১১টায় দ্বিতীয় জানাজা মরহুমের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরী হাটের পাশে চরপার্বতী গ্রামের আলী মুন্সি বাডির মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    কর্মজীবনে দীর্ঘদিন প্রবাসে কাটানো মরহুম মো. আইয়ুব আলী কয়েক বছর যাবত কিডনী সমস্যা ও ডায়াবেটিসে ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তিনি নিজ বাসভবনে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সদা পরোপকারী আইয়ুব’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    সম্পাদনা : এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090