আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শোককে শক্তিতে রুপান্তরের প্রত্যয়ে বীকন মডেল কলেজে বৃক্ষরোপন কর্মসূচী

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর স্বনামধন্য বীকন মডেল কলেজে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে শোককে শক্তিতে রুপান্তরের প্রত্যয়ে ফলজ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে। ৩১ আগস্ট শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম মাছুম বিল্লাহ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

    এ সময় তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন, ফুল ও ফল দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সৌর্ন্দয্য বর্ধনের জন্য কলেজ ক্যাম্পাসে প্রতি বছর বৃক্ষরোপন করা হয়। এবছর বিশেষ ভাবে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বৃক্ষরোপনের এই কর্মসূচী পালন করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক আবুল কালাম. আবু ইউসুফ, তৌহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল-মামুন, আবুল খায়ের, মহি উদ্দিন, ইকবাল হোসেন ভূঞা, ফৌজিয়া জাহান, জিয়া উদ্দিন চৌধুরী প্রমুখ।

    সম্পাদনা : এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090