ফেনী রিপোটার্স ইউনিটির সদস্য ও সহযোগী পদে নবায়ন এবং নতুন অর্ন্তভুক্তি আবেদন আহবান করা হয়েছে।
ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু ও সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন কর্তৃক রোববার গনমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদনপত্র জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমা দেয়ার সময় সন্ধ্যা ৬ থেকে রাত ৯ টা।
বর্তমান সদস্যদের ক্ষেত্রে নবায়ন করার জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চাঁদা পরিশোধ করে আবেদন ফরমের সাথে রশিদ সংযুক্ত ও গঠনতন্ত্র অনুযায়ী প্রযোজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। নতুন আবেদনের সাথে গঠনতন্ত্র অনুসারে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।
সম্পাদনা : এএএম/এসকে