আজ

  • মঙ্গলবার
  • ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে মসলা কারখানায় ভেজাল মিশ্রনের সময় ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব

  • নিজস্ব প্রতিবেদক
  • ফেনী শহরের রামপুর এলাকায় ৩ জুলাই শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে মসলার কারখানায় ভেজাল মিশ্রনের সময় ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

    ফেনীস্থ র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনীর রামপুর এলাকার আবু বক্কর সড়ক লেফটিন গলিস্থ জহির উদ্দিন লিটনের মিল এর ভিতর ভেজাল মরিচের গুড়া তৈরী হচ্ছে। র‌্যাবের একটি দল জহির উদ্দিন লিটনের মিল এর ভিতর উপস্থিত হয়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।

    এ সময় ফেনীর দক্ষিণ সহদেবপুরের নারায়ন চন্দ্র বনিক (৫২) পিতা নিচরোদ বনিক, পবিত্র বনিক (৩১) পিতা মৃত গৌরাঙ্গ বনিক কে আটক করে। ১ জন আসামী দৌড়ে পালিয়ে যায়।

    আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান জহির উদ্দিন লিটন মিল হতে ১২ বস্তা ধানের কুড়া (৫০৯ কেজি), ৪ বস্তা শুকনো মরিচ (২০০ কেজি) ও ২ কেজি রং উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৩ হাজার টাকা।

    আটককৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পলাতক আসামীর নাম ও ঠিকানা বলে মো. জহির উদ্দিন লিটন (৪০) (জহির উদ্দিন লিটন মিল এর মালিক)।

    জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, ১ বস্তা (৫০ কেজি) মরিচ ও ১০ বস্তা ধানের কুড়ার সঙ্গে সাড়ে ৫ কেজি রাসায়নিক পদার্থ (কমলা রংয়ের) মিশ্রন করে ভেজাল মরিচের গুড়া তৈরী করে। এসব ভেজাল পন্য নামীদামী কোম্পানীর মোড়কে ফেনীর জেলার বিভিন্ন বাজার ছাড়াও, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে।

    আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

    উল্লেখ্য, ভেজাল পন্য খাওয়ার মাধ্যমে হাই এসিডিটি, হেপাটাইটিস, কিডনী ডেমেজ, পাকস্থলীর সমস্যা, ক্যান্সার প্রভৃতি রোগ হতে পারে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090