আজ

  • বুধবার
  • ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সহদেবপুরে জুয়া খেলার সরঞ্জাম সহ ১৫ জুয়াড়ি আটক

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী শহরের উত্তর সহদেবপুর এলাকায় ২ জুন বুধবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম জব্দসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব।

    র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি ফেনীর উত্তর সহদেবপুরস্থ সোবহান উকিল সড়কের মোশারফের কলোনী টিনসেড ঘরের ভিতরে তাস দিয়ে টাকার বিনিময়ে বেআইনীভাবে জুয়া খেলছে। র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১৫ ব্যক্তি পালানোর চেষ্টা করে।

    এ সময় র‌্যাব সদস্যরা টিনের ঘর থেকে মো. পারভেজ চৌধুরী (২৭), পিতা মো. হারুন, আশিষ নাগ (৩০), পিতা বলরাম, মো. হৃদয় (২০), পিতা রুবেল, শুভ মজুমদার (২৯), পিতা নারায়ন মজুমদার, উত্তর সহদেবপুর, ফেনী, মো. সুমন (২৮), পিতা দেলোয়ার হোসেন, সাং শর্শনাপুর, থানা সোনগাজী, জেলা ফেনী, হারুনর রশিদ (৫৫), পিতা মৃত শহিদ আলী, সাং পসাই, থানা নাঙ্গলকোর্ট, জেলা কুমিল্লা এ/পি উত্তর সহদেবপুর সাইফুল মিয়ার বাড়ি, ফেনী, মো. মামুন (৩৫), পিতা মৃত চাঁন মিয়া, সাং- ছোট ফতেপুর, থানা নাঙ্গলকোর্ট, জেলা কুমিলা এ/পি মাষ্টার পাড়া এনায়েত হাজারী বাড়ি, ফেনী, মো. নূরুজ্জামান (৩২), পিতা ইলিম উদ্দিন বেপাড়ী, সাং চন্দ্র পাড়া, থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা এ/পি উত্তর সহদেবপুর ফুক্কুনীর বাড়ী, ফেনী, মো. বিল্লাল (৪০), পিতা আবদুল মজিদ হাওলাদার, সাং খেজুরবাড়ীয়া, থানা রায়েন্দা, জেলা বাগেরহাট এ/পি উত্তর সহদেবপুর মেট্টোকলোনী, ফেনী, মো. সোহেল রানা (২৪), পিতা আবুল কাশেম, সাং মাষ্টার পাড়া এনায়েত হাজারীর বাড়ী, থানা ও জেলা ফেনী, মো. মমিনুল ইসলাম (২৫), পিতা আব্দুল কাশেম, সাং ধুগনী বাজার, থানা ধুগনী বাজার, জেলা গাইবান্ধা এ/পি উত্তর সহদেবপুর জাহাঙ্গীরের বাড়ী, ফেনী, ১২। মো. জসিম (৩৭), পিতা মো. শরিয়ত উল্লাহ, সাং চরপার্বতী, থানা কোম্পানীগঞ্জ, জেলা নোয়াখালী এ/পি উত্তর সহদেবপুর নাসিরের কলোনী, ফেনী, কৃষ্ণ চন্দ্র দাস (৩৮), পিতা নকুল চন্দ্র দাস, সাং- যাদবপুর, থানা কবিরহাট, জেলা নোয়াখালী, এ/পি মাষ্টার পাড়া টিটু হাজারীর বাড়ি, ফেনী, সমির দাস (৩৬), পিতা সন্তোষ চন্দ্র দাস, সাং গোহাডুয়া, থানা ও জেলা ফেনী, সুমন মালাকার (২৮), পিতা মনোরঞ্জন মালাকার, সাং সুলতানপুর, থানা ও জেলা ফেনীকে আটক করে।

    আটককৃতদের তল্লাশি করে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৬ সেট তাস, ১৪টি মোবাইল ও নগদ ২০ হাজার ৪শ ৫০ টাকা উদ্ধার করা হয়।

    আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090