আজ

  • বুধবার
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে এসএসসি ১৯৮২-৮৩ ব্যাচের ঈদ পুনর্মিলনীতে বন্ধুদের মিলন মেলা

  • নিজস্ব প্রতিনিধি
  • ’এসো মিলি শেকড়ের টানে প্রানের বন্ধনে’ এ আহবানে এসএসসি ১৯৮২-৮৩ ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ০৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সিজলার চাইনিজ রেষ্টুরেন্ট মিলনায়তনে বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়।

    ৮৩ ব্যাচের বন্ধু এয়াকুব নবী’র সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৮৩ ব্যাচের বন্ধু শেখ ফরিদ বাহার, জেলা ও দায়রা জজ মোজাম্মেল হক লেলিন, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম, লক্ষ্মীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একরামুল হক স্বপন, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. বিমল চন্দ্র দাস, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব।

    ৮৩ ব্যাচের বন্ধু কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কবি ইকবাল আলম, ব্যবসায়ী মীর মজিবুল হক কিসলু, সাংবাদিক রবিউল হক রবি, ফিরোজ আলম, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী প্রমুখ।

    এসময় এ.টি.এম শামসুল হক চৌধুরী, মনছুর উদ্দিন খান, সামছুদ্দোহা, মতিউর রহমান চৌধুরী, স্বপন (আলা উদ্দিন), ফরিদ উদ্দিন ভূঞা, মসিউর রহমান ভূঁঞা মাছুম, মো. হানিফ ভূঞা মহসিন ও মনির হোসেন চৌধুরী, ফিরোজ আলম, কাজী সালাহ উদ্দিন নোমান সহ এসএসসি ১৯৮২-৮৩ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।

    তিন পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা, দ্বিতীয় পর্বে বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা ও তৃতীয় পর্বে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ১৯৮৩ ব্যাচের বন্ধু এয়াকুব নবী।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090