পৃথিবীর আলোয় চোখ মেলেছে জুনিয়র আরিফ। সোমবার দুপুরে ফেনী আলোকিত করে জুনিয়র আরিফ। আর পুত্র সন্তানের পিতা-মাতা হলেন ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমান ও শারমিন সুলতানা দম্পতি।
পিতা হওয়ার আনন্দে আরিফুর রহমান নিজ ফেসবুকে স্ট্যাষ্টার্স দেন- ‘আসসালামু আলাইকুম। জুনিয়র আরিফের পক্ষ থেকে। পৃথিবীতে আগমনের ২৫ ঘন্টা পর ফেসবুকে প্রথম আসলো। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। যিনি কিছু দায়িত্ব এখন থেকে আমার ওপর অর্পণ করেছেন। সে দায়িত্ব নেক সন্তান গড়ে তোলা। যাতে করে ইহকাল-পরকাল দু’কালে সম্মানিত হতে পারি’। তারিখ : ০২-০৩-২০২০ সময় : ০৩-০৩-০৩।
জানা গেছে, মা-পুত্র উভয়ে সুস্থ্য আছেন। পৃথিবীর আলোয় চোখ জাগানো জুনিয়র আরিফের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা অনলাইন নিউজ পোর্টাল ফেনী ট্রিবিউন পরিবারের।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি