ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু কিউট হ্যান্ডবল লীগ’র ৩ মার্চ মঙ্গলবারের খেলা ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে ভোর বাজার ক্রীড়া চক্র ও সফি উল্যাহ ইঞ্জিঃ স্মৃতি সংসদ ১-১ গোলে ড্র হয় এবং এন আমিন ক্রীড়া চক্র, রামপুর ক্রীড়া চক্র এবং রামপুর বয়েজ ক্লাব জয় লাভ করে। আগামী ৮ মার্চ একই মাঠে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিকাল ২.৩০ টায় খেলা অনুষ্ঠিত হয় অল ষ্টার ক্লাব বনাম এন আমিন ক্রীড়া চক্র। আমিন ক্রীড়া চক্র ১-০ গোলে জয় লাভ করে। ৩.১৫ টায় অনুষ্ঠিত হয় রামপুর ক্রীড়া চক্র বনাম টাউন ক্লাব ফেনী। রামপুর ক্রীড়া চক্র ৭-৫ গোলে জয় লাভ করে। ৪ টায় অনুষ্ঠিত হয় সফি উল্যাহ ইঞ্জিঃ স্মৃতি সংসদ বনাম ভোর বাজার ক্রীড়া চক্র। উভয় দল ১-১ গোলে খেলা ড্র হয়। ৪.৪৫ রামপুর বয়েজ ক্লাব বনাম ইয়াং স্টার ক্লাব। রামপুর বয়েজ ক্লাব ১১-১ গোলে জয় লাভ করে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি