আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে নেই ডাক্তার-ওষুধ

  • নিজস্ব প্রতিবেদক
  • অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক অনুমোদন পাওয়ার পরও জনবল ও ওষুধ সঙ্কটে ভুগছে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা ব্যহত হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে সেবা নিতে আসা রোগীদের মনেও।

    হাসপাতালের মেডিকেল অফিসার নাসরিন আকতার বলেন, রাত-দিন পরিশ্রম করে হাসপাতাল চালাচ্ছি। আমাদের জরুরি ভিত্তিতে ওষুধ ও জনবল প্রয়োজন। পর্যাপ্ত ডাক্তার-নার্স পেলে আমরা ৫০ শয্যার সেবা দিতে পারবো।

    হাসপাতালটিতে ডাক্তার-নার্সসহ ৪০টির বেশি পদ শূন্য রয়েছে। ৯ জন মেডিক্যাল অফিসারের মধ্যে রয়েছে সাতটি পদ শূন্য। এছাড়া জুনিয়র কনসালটেন্ট (গাইনী), আরএমও, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া), ডেন্টাল সার্জন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), ফার্মাসিস্ট, এম টি ল্যাব, এম টি রেডিও, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী, স্টোর কিপার, সিনিয়র স্টাফ নার্স, সহকারী নার্স, স্বাস্থ্য সহকারী, জুনিয়র মেকানিক, ওয়ার্ড বয়, আয়া, নৈশ প্রহরী, এম এল এস এস, ঝাড়ুদারের পদগুলোও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

    সোনাগাজীর ছয় লাখ মানুষের চিকিৎসার বাতিঘর এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অবকাঠামো হস্তান্তর ও প্রশাসনিক অনুমোদিনের পাঁচ বছর পরও হাসপাতালটির এমন দুর্দশায় মুখ ফিরিয়ে নিয়েছেন রোগীরা।

    উপজেলা সদরের মনোয়ারা বেগম বলেন, আমরা নিরূপায় হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাই। কিন্তু সেখানে গিয়ে প্রতিনিয়ত হয়রানি ও প্রতারণার শিকার হতে হয়।

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল আলম জানান, স্বাস্থ্য সেবার মত মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দুকিন্তু ৫০ শয্যায় উন্নীত হওয়ার পরও জনবল ও ওষুধ সঙ্কটের কারণে উন্নত সেবা দেয়া যাচ্ছে না। তবুও আমরা সবাইকে সেবা দেয়ার চেষ্টা করছি।

    ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির জানান, শুধু সোনাগাজী নয়, ফেনীর বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরেই জনবল সঙ্কট রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ৩৯তম বিসিএসে’র চিকিৎসকরা যোগ দিলেই সমস্যা দূর হবে।

    সম্পাদনা : এএএম/এআর


    error: Content is protected !! please contact me 01718066090