ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর ৬নং ওয়ার্ডে উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ মামুনুল হক পাটোয়ারী মামুন এর শপথ গ্রহণ গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শপথ বাক্য পাঠ করান ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।
এ সময় ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার জসীম উদ্দিন, ইউপি সদস্য ওবায়দুল হক মজুমদার ও ফরিদ আহমেদ, মহিলা ইউপি সদস্য আয়েশা আক্তার ও সেলিনা আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উত্তর যশপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল আফসার মোহন গত ১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন ওয়ার্ডের শূন্য ঘোষিত সদস্য পদে উপ-নির্বাচনের আয়োজন করেন। ৩০ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে উপজেলা যুবলীগের সদস্য ও মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মামুনুল হক পাটোয়ারী মামুন ফুটবল প্রতীক নিয়ে ৬শ ৯৮ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি/এটি