বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রাইম ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট। ৩ ফেব্রুয়ারী রোববারের খেলা ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় ফেনী সরকারী পাইলট হাই স্কুল ১৬ রানে জয় লাভ করে।
টসে জিতে প্রথমে ব্যাট করে ফেনী সরকারী পাইলট হাই স্কুল ২৮.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। আতিকুর রহমান ২৩ বলে ২৪ রান করে সর্বোচ্চ রান করার গৌরব অর্জন করে। জবাবে আলী আজ্জম স্কুর এন্ড কলেজ ১৮ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮৬ রান করে।
আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯-২০২০ এর খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে লেমুয়া ইসলামীয় দাখিল মাদ্রাসা বনাম সেন্টাল হাই স্কুল ফেনীর মধ্যে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি