আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৩ পরীক্ষার্থী

  • নিজস্ব প্রতিবেদক
  • ফেনীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৩ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। সোমবার এসএসসি’র বাংলা আবশ্যিক এবং দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় তারা উপস্থিত হন নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার দাস জানান, এবার ফেনী জেলার ৬টি উপজেলায় এসএসসি ১২ হাজার ৫শ’ ৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১২ হাজার ৫শ’ ৫২৮ শিক্ষার্থী। এসএসসিতে ৩৭ জন অনুপস্থিত ছিলেন। একইভাবে দাখিলে ৪ হাজার ৩শ’ ৮৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৪ হাজার ৩শ’ ৫৬৫ শিক্ষার্থী। এখানে ২৪ শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেন নি। এছাড়াও এসএসসি ভোকেশনালে ৭ শ’ ৬৯ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ৭শ’ ৬৭ শিক্ষার্থী। ভোকেশনালে ২শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

    এবার জেলার ৬টি উপজেলার ৩৫টি কেন্দ্রে ২৯৫টি প্রতিষ্ঠানে ১৭ হাজার ৭৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এসএসসিতে ১৯টি কেন্দ্রে ১৭৭টি বিদ্যালয় থেকে ১২ হাজার ৫৫৬ শিক্ষার্থী, দাখিলে ৯টি কেন্দ্রে ১০১টি মাদরাসার ৪ হাজার ৩শ’ ৮৯ শিক্ষার্থী, এসএসসি ভোকেশনালে ৬টি কেন্দ্রে ৮টি বিদ্যালয়ের ৭ শ’ ৬৯ শিক্ষার্থী ও দাখিল ভোকেশনালের ১টি কেন্দ্রে ৩২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা কথা ছিলো।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090