স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর আয়োজনে পরশুরামে জলাতংক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কর্মসূচীর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত অবহিত করণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবদুল খালেক.আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইন্দোজিত ঘোষ, ডাক্তার আফতাব উল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাছরিন, স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মো ইছমাইল হোসেন, মির্জানগর,চিথলিয়া,বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি