ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেয়র হাজী আলাউদ্দিনের বড় কন্যা লুৎফুর নাহার ফারওয়া নাগরিক সেবায় ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন। রবিবার রাতে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসায় তাকে অ্যাওয়ার্ড তুলে দেন রবার্ট চ্যাটারটন ডিকসন।
জানাগেছে, বিগত তিন বছর ধরে রাজধানীর মেপেল লীফ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ধানমন্ডিতে কয়েকজন শিক্ষার্থী পথ শিশুদের পাঠদান করে আসছে। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত ছিলেন। তাদের এ প্রশংসামূলক কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে ব্রিটিশ হাই কমিশনারের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেয়া হয়।
মেয়র হাজী আলাউদ্দিনের কন্যা লুৎফুর নাহার ফারওয়া অস্ট্রিলিয়ার ইউনিভার্সিটি অব সিডনীতে ব্যাচেলার অব মেডিকেল সাইন্সে (এমবিবিএস কোর্সে) ইতিমধ্যে ভর্তি হয়েছেন। কিছুদিনের মধ্যে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। সফলতা চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি